বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রকাশিত : ০২:৪৭ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৪৬ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার
বাগেরহাটে পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতায় বালক বিভাগে নাগেরবাজার ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে সোনাতলা দল। মেয়েদের খেলায় হরিণখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে ২-০ গোলে জয় তোলে নেয় সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর ছেলের বাসবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-২ গোলে হারিয়ে নাগের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার তোলে দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমাদ্দার।