ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৭ ১৪৩১

কলকাতা রুটে ফের ফ্লাইট চালুর ঘোষণা দিল বিমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২২ নভেম্বর ২০২০ রবিবার | আপডেট: ০৩:৩৩ পিএম, ২২ নভেম্বর ২০২০ রবিবার

আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের নোটিশ বোর্ডে এ তথ্য জানায় বিমান। তবে সপ্তাহে কয়টি ফ্লাইট পরিচালনা করা হবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

গত ৯ নভেম্বর যাত্রী সংকটের কারণে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ফ্লাইট চলাচল বন্ধ করার কথা ঘোষণা করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

সেসময় বিমান জানিয়েছিল, ১২ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে বিমানের কলকাতা রুটের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এর আগে বাংলাদেশ বিমানের ঢাকা-কলকাতা-ঢাকা রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট চলাচল করছিল।

কোভিড-১৯ মহামারির কারণে বেশ দীর্ঘ সময় বন্ধ থাকার পর বিমান চলাচল আবার চালু হয় গত অক্টোবর মাসে।
এএইচ/এসএ/