কোম্পানীগঞ্জে ১৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২৩ নভেম্বর ২০২০ সোমবার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১৩টি বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনসহ ১৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন।
এসময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৭ জন প্রয়াত নেতার স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউ্ল হক, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল করিম জুয়েল।
এএইচ/ এসএ/