ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

প্রচারণাকে কেন্দ্র করে সাতক্ষীরায় আওয়ামীলীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ১৫ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৮:০৭ পিএম, ১৫ মার্চ ২০১৬ মঙ্গলবার

ইউপি নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে আওয়ামীলীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। পিরোজপুরে মঞ্জু সমর্থিত জাতীয় পার্টি প্রার্থীর বিরুদ্ধে প্রচারনায় বাধা দেয়ার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী গাজী সিদ্দিকুর রহমান।  পাশাপাশি গনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন গাইবান্ধা ও গোপালগঞ্জের প্রার্থী- সমর্থকরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে গনসংযোগ চালানোর সময় সাতক্ষীরার দেবহাটার কুলিয়া ইউনিয়নের কুলিয়া ব্রিজ এলাকায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। সেময় ১১ জন আহত হন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গনসংযোগে বাধা দেয়া ও কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ তুলে মঞ্জু সমর্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী সিকদার মোঃ দেলোয়ার হেসেনের বিরুদ্ধে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী গাজী সিদ্দিকুর রহমান। তিনি আরো অভিযোগ, করেন এ ব্যপারে মামলা নেয়নি কাউখালী থানা। গাইবনান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নে প্রতীক বরাদ্দের পর বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। পরিচয় গোপন রেখে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতের প্রার্থীরা । ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পোষ্টার ছাপানোয় সরগরম গোপালগঞ্জের ছাপাখানাগুলো। প্রথম ধাপে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি, কুশলি, বর্নি, গোপালপুর ও ডুমুরিয়া ইউনিয়নে নির্বাচন হবে। এরিমধ্যে ৩ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বাকি ২ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে ভোট যুদ্ধে নেমেছেন দলটির বিদ্রোহী প্রার্থীরা। টুঙ্গিপাড়া উপজেলার এই ৫ ইউনিয়নে ভোটার ৬২ হাজারের বেশী।