ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ডেঙ্গু জ্বরে মারা গেলেন নড়াইল পৌরসভার মেয়র

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২৫ নভেম্বর ২০২০ বুধবার | আপডেট: ০৪:০৩ পিএম, ২৫ নভেম্বর ২০২০ বুধবার

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস (৫৫)    মারা গেছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিন। 

এর আগে গত ১৮ নভেম্বর বিকেলে চিকিৎসার জন্য নড়াইল থেকে তাকে ঢাকায় নেয়া হয়। বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।  

এদিকে নড়াইল পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ নড়াইলে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া বিভিন্ন পেশার মানুষও শোক জানিয়েছেন।

মৃত্যুকালে মেয়র জাহাঙ্গীর বিশ্বাস স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নড়াইল সদর হাসপাতালের আরএমও ডাক্তার মশিউর রহমান বাবু জানান, ‘গত ১৮ নভেম্বর মেয়র জাহাঙ্গীর হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নড়াইল থেকে ঢাকায় স্কায়ার হাসপাতালে নেয়া হয়।’

মেয়র জাহাঙ্গীর বিশ্বাস নড়াইল জেলা বাস-মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে প্রায় ২৫ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন।

এসএ/