আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৯ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:৩১ পিএম, ১৯ মে ২০১৭ শুক্রবার
ত্রি দেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আজ স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ।
ডাবলিনের মালাইদ গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হবে ম্যাচটি । বৃষ্টির কারনে এই দু দলের প্রথম রাউন্ডের ম্যাচটি পরিত্যক্ত হয় । নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে যায় মাশরাফি বাহিনী । কিউইদের কাছে হার মানে আয়ারল্যান্ডও । তাই ফাইনালে যাওয়ার লড়াইয়ে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে । জয়ের লক্ষ্যেই মাঠে নামবে মাশরাফি । তবে আইরিশ কন্ডিশনে কাজটা যে খুব একটা সহজ হবে না সেটি ভালো করেই জানা আছে বাংলাদেশ অধিনায়কের ।