ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

 অবৈধ সম্পদ রক্ষা করতেই আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে ভয় পায়

প্রকাশিত : ০২:২৬ পিএম, ১৯ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:০৮ পিএম, ১৯ মে ২০১৭ শুক্রবার

নেতাকর্মীদের অবৈধ সম্পদ রক্ষা করতেই আওয়ামী লীগ যেনতেন উপায়ে ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আর জনগনের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি তাতে অংশ নেবে বলেও জানিয়েছেন তারা। জাতীয় প্রেসক্লাবে ভিন্ন আলাদা কর্মসূচীতে এসব বলেন তারা। তাপসী রাবেয়ার রিপোর্ট

বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে স্বাধীনতা ফোরাম।

এতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, গত দশবছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটি কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছে। তিনি বলেন, বিএনপিকে আতঙ্ক মনে করে সরকার, তাই নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে।

আরেক কর্মসূচীতে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছে শাসন বিভাগ।

বিএনপির ভিশন টুয়েন্টি-থার্টি নিয়ে সরকারের মন্ত্রী-এমপিদের বক্তব্যের সমালোচনা করে মওদুদ বলেন, ভিশন বাস্তবায়ন করে ক্ষমতায় ভারসাম্য আনা হবে।