ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২ পিএম, ২৮ নভেম্বর ২০২০ শনিবার

আরব আমিরাতের শারজাহ শহরে সড়ক দুর্ঘটনায় আব্দুল গফুর নামে এক বাংলাদেশির মৃত্যু হযেছে। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।

শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল গফুর শারজাহ শহরের বাসা থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। পথে একটি দ্রুত গতির গাড়ির ধাক্কায় তিনি মারা যান। 

নিহতের ভাই আব্দুস সাত্তার জানান, প্রায় ৩০ বছর ধরে শারজাহ শহরে থাকেন আব্দুল গফুর। আড়াই বছর আগে তিনি ছুটিতে এসেছিলেন। আগামী ১৫ দিনের মধ্যে আবার ছুটিতে আসার কথা ছিল। 

নিহতের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
এএইচ/এসএ/