মাস্ক না পরতে নানা অজুহাত (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৮ নভেম্বর ২০২০ শনিবার | আপডেট: ০৪:৫৪ পিএম, ২৮ নভেম্বর ২০২০ শনিবার
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহারের জন্য বার বার সচেতন করা হচ্ছে। কিন্ত কে শোনে কার কথা। মাস্ক ছাড়াই অনেকেই আসছেন মার্কেটে-বাজারে। যাতায়াত করছেন গণপরিবহনেও। অজুহাতেরও শেষ নেই তাদের।
কড়া নাড়ছে করোনার দ্বিতীয় ঢেউ। এরই মধ্যে সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। এ অবস্থায় বার বারই মাস্ক পরার অনুরোধ জানানো হচ্ছে। ঘোষণা করা হয়েছে- নো মাস্ক নো সার্ভিস নীতি। তারপরও বাজার, দোকান, মার্কেটে অনেকেই মাস্ক ছাড়া করছেন চলাফেরা।
রাজধানীর কারওয়ান বাজারের এই চিত্র দেখে মনে হতে পারে করোনা বলে কিছু নেই। অধিকাংশের মুখে মাস্ক নেই। নেই সামাজিক দূরত্বের বালাই।
কেউ কেউ বলছেন, মাস্ক আছে পকেটে। ক্যামেরা দেখে কয়েকজন ঝটপট মাস্ক পরে নিচ্ছেন।
মানুষরা বলছেন, সব সময় রাখলে নাক-মুখ বন্ধ হয়ে যায়, তাই মাঝে মাঝে একটু খোলা রাখি।
স্বল্প আয়ের মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা এখনও কম। তারা জানান, মানুষের সাথে কথা বলতে হয় তাই মাঝে মাঝ সরিয়ে রাখতে হয়।
নিউমার্কেট এলাকা, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই। দোকানি থেকে শুরু করে বেশিরভাগ ক্রেতার মুখে নেই মাস্ক। মাস্ক না পরার কারণ হিসাবে আছে নানা অজুহাত।
শুধু বাজার, মার্কেট নয় মাস্কের ব্যবহার গণপরিবহনেও দেখা গিয়েছে কম।
করোনা থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার কথা বার বার বলা হলেও নিয়ম মানছেন না অনেকেই।
এএইচ/এসএ/