ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

কক্সবাজার বিমানবন্দরে ৩টি বোমা নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

প্রকাশিত : ০৫:০৩ পিএম, ১৯ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০০ পিএম, ১৯ মে ২০১৭ শুক্রবার

কক্সবাজার বিমানবন্দরের অবকাঠামো সম্প্রসারণ কাজের সময় মাটির নিচে থেকে বোমা সদৃশ ৩টি বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নির্মাণকাজের খোঁড়াখুঁড়ির মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি পরিত্যক্ত গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। এ’সময় শ্রমিকরা বিষয়টি কতৃপক্ষকে জানালে সেটি সরিয়ে সাবধানে কাজ চালিয়ে যেতে বলা হয়। পরে রাতে একই জায়গায় মেলে এ’ ধরনের আরো ২টি সিলিন্ডার আকৃতির ধাতব বস্তু। স্থানটি পুলিশ ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ঘিরে রাখে। পরে দুপুরে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল গিয়ে সেগুলো উদ্ধারের পর নিষ্ক্রিয় করে।