ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামে ১ শুল্ক কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ১৯ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ০৫:৫৫ পিএম, ১৯ মে ২০১৭ শুক্রবার

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামে এক শুল্ক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
দুদক জানায়, নগরীর আগ্রাবাদ এলাকা থেকে আব্দুল মোমিন মজুমদার নামের ওই শুল্ক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকা রাজস্ব সার্কেলে কর্মরত। বাড়ি কুমিল্লার চিওড়ায়। গ্রেফতারের পর মোমিন মজুমদারকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, আব্দুল মোমিন মজুমদার ও তার স্ত্রী সেলিনা জামানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি ২৬ লাখ ৬শ’ ৬১ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া, তাদের বিরুদ্ধে ৪০ লাখ ২৩ হাজার ৮শ’ ৫৮ টাকার সম্পদ গোপনের অভিযোগ রয়েছে।