ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত বন্ধের সিদ্ধান্ত

প্রকাশিত : ০৭:০২ পিএম, ১৯ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৩৪ পিএম, ১৯ মে ২০১৭ শুক্রবার

অবশেষে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইডেন।
অ্যাসাঞ্জের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের জন্য আদালতের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি পাঠিয়েছেন সুইডেনের পাবলিক প্রসিকিউশন দফতরের পরিচালক। তবে সুইডিশ কর্তৃপক্ষ ধর্ষণ অভিযোগের তদন্ত বন্ধ করলেও এখনো গ্রেফতারের ঝুঁকিতে আছেন অ্যাসাঞ্জ। গোপন সামরিক ও কূটনৈতিক দলিল ফাঁস করায় তাকে বিচারের মুখোমুখি করতে পারে যুক্তরাষ্ট্র। তবে অ্যাসাঞ্জ এখনো লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে থাকবেন বলে জানা গেছে। সুইডেনে পাঠানো হলে সুইডিশ কর্তৃপক্ষ তাকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে পারে বলে আশংকা করছেন তিনি।