ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

করোনা নেগেটিভ, কাতার যাচ্ছেন জেমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭ এএম, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে করোনা নেগেটিভ হয়েছেন। এমন সুখবর পাওয়ার পর কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন এই ইংলিশ কোচ।

সোমবার তার পঞ্চমবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। আর এটি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের মিডিয়া বিভাগ থেকে জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর (বুধবার) কাতারের দোহার উদ্দেশ্যে দেশ ছাড়বেন জেমি। সেখানে গিয়ে তাকে আবার দিতে হবে করোনা পরীক্ষা। রিপোর্ট নেগেটিভ আসলেই তার ডাগ আউটে দাঁড়ানোর বিষয়টি বিবেচিত হবে।

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কাতার অবস্থান করছে। ৪ ডিসেম্বর বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। সেই ম্যাচের ডাগ আউটে জেমি থাকতে পারবেন কিনা সেটি অবশ্য এখনই বলা যাচ্ছে না। 

কাতারে গিয়ে তিন দিন কোয়ারেন্টাইনে থাকার করার নিয়ম রয়েছে। অর্থাৎ জেমি বুধবার কাতার পৌঁছে তিন দিন কোয়ারেন্টাইন করলে বাংলাদেশের ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না। তাই জেমির কোয়ারেন্টিন পর্বটি কমিয়ে আনার চেষ্টা করছে বাফুফে।

নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের মাঝ পথে করোনা আক্রান্ত হন কোচ জেমি ডে। দ্বিতীয় ম্যাচটিতে ডাগ আউটে দাঁড়াতে পারেননি তিনি। পরে তাকে ঢাকায় রেখেই কাতারের বিমান ধরে অন্যরা। প্রধান কোচকে ছাড়াই সেখানে জাতীয় দলের অনুশীলন চলছে।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর করোনা শনাক্ত হয় তার দেহে। এরপর চারবার করোনা পরীক্ষা করানো হয়েছে জেমির। অবশেষে ১৫ দিন পরে পঞ্চম টেস্টে মুক্তি মিলল তার।
এএইচ/এসএ/