পহেলা ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে স্বীকৃতির দাবি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:১৮ পিএম, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
মিরসরাইয়ে ১ ডিসেম্বর কে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। এসময় তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মৌলবাদী গোষ্ঠীর নতুন ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা জনতাকে মাঠে থাকার আহবান জানান।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে মিরসরাই উপজেলা সদরে স্থানীয় কমান্ডের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা ছাড়াও অংশ নেন মুক্তিযোদ্ধারা সন্তানেরা।
এসময় মুক্তিযোদ্ধারা বলেন,‘১ ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় মুক্তিযোদ্ধা দিবস’হিসেবে ঘোষণা করতে হবে।’ সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশের মৌলবাদীদের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে মুক্তিযোদ্ধারা বলেন,‘এ ধরণের ষড়যন্ত্র মোকাবেলায় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও মুক্তিযোদ্ধা জনতাকে মাঠে থেকে এদের রুখে দিতে হবে।’
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, ফজলুল করিম, আবদুল মোতালেব ভূইয়া, এম এম কামাল পাশা, নজরুল ইসলাম (বাচ্চু), মাষ্টার রফিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধার সন্তান তোফায়েল উল্যাহ চৌধুরী নাজমুল, নয়ন কান্তি ধুম, আবু জাফর, মাইন উদ্দিন।
কেআই//