মেহেরপুরের হিমসাগর আম বিপুল পরিমান রপ্তানীর আশা
প্রকাশিত : ১২:৩০ পিএম, ২০ মে ২০১৭ শনিবার | আপডেট: ১২:৫৫ পিএম, ২০ মে ২০১৭ শনিবার
গেল বছর স্বল্প পরিসরে হলেও এ’বছর বিপুল পরিমান মেহেরপুরের হিমসাগর আম রপ্তানীর আশা করছেন সংশ্লিষ্টরা। রপ্তানিযোগ্য আম উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। এদিকে, রপ্তানির সুযোগ পেয়ে বেশ খুশি আম ব্যবসায়ী ও চাষিরা।
হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই, ফজলি, আম্্রপালিসহ নানা জাতের আম উৎপাদন হয় মেহেরপুরে। তবে দেশজুড়ে বিশেষ খ্যাতি রয়েছে হিমসাগর ও ল্যাংড়া আমের।
কোনো প্রকার প্রাকৃতিক দূর্যোগ না হলে এবার অন্তত ২শ মেট্রিক টনের বেশি হিমসাগর আম রপ্তানীর আশা করছেন সংশ্লিষ্টরা।
গত বছর ইউরোপে আম বিক্রি করেছিলেন বাগান মালিকরা। এ’ বছর অন্তত পৌনে দুই লাখ আম ব্যাগিং করার আশা করছেন তারা।
মেহেরপুরের আম অন্যান্য এলাকার চেয়ে আগে পাকে। তাই এখানকার আম অন্তত ১৫ দিন আগে ভাঙ্গার প্রত্যাশা করছেন মালিকরা।
আম বাগানে কাজ করছে স্কুল শির্ক্ষাথীরাও।
মালিকরা বলছেন, প্রতি মণ আম উৎপাদনে ব্যাগিংসহ খরচ হচ্ছে প্রায় ১২শ টাকা।
ব্যাগিং পদ্ধতিতে বিদেশে রপ্তানীযোগ্য আম গতবছর থেকে মেহেরপুরেই প্রথম শুরু হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা।
এদিকে ঋণ-সহ বাগান মালিকদের সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।