ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

মৌলভীবাজারে অনুর্বর জমিতে উচ্চ ফলনশীল সবজি চাষ, দিনাজপুরে অনাবাদি জমিতে লাউ চাষ

প্রকাশিত : ০৯:৩২ এএম, ১৬ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০১:১২ পিএম, ১৬ মার্চ ২০১৬ বুধবার

মৌলভীবাজারে তুলনামূলক অনুর্বর জমিতে উচ্চ ফলনশীল সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক অযুদ্ধা রুদ্রপাল। মুলা, আলু, লাউ, লেবু, আনারসসহ বিভিন্ন জাতের ফসল উৎপাদন করে দক্ষ কৃষক হিসেবেই এখন পরিচিতি তার। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘ দিনের অনাবাদি জমিতে লাউ চাষ করে স্বাবলম্বি হচ্ছেন এলাকার বেকার যুবকেরা। অযুদ্ধা রুদ্রপাল। শ্রীমঙ্গলের রাধানগরে পৈত্রিকসূত্রে পাওয়া জমিতেই শুরু করেন ফসলের চাষ। নিয়মিত উৎপাদন করেন মুলা, লাউ, আলু, আর লেবুসহ বিভিন্ন সবজি। চা চাষে উপযোগী তুলনামূলক অনুর্বর মাটির সর্বোচ্চ ব্যবহার করে স্থাপন করেছেন অনুকরণীয় দৃষ্টান্ত। বিভিন্ন সময়ে দেশের বাইরে গিয়েও ফসল চাষে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। ফসল চাষে আগ্রহী অযুদ্ধাকে সহযোগীতা করার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে আগে ধান আর ভুট্টা ছাড়া তেমন কোন ফসল চাষ  হতো না। শতশত বিঘা জমি পড়ে থাকত অনাবাদী হয়ে। বর্তমানে সেসব জমিকে কাজে লাগিয়ে লাউ চাষ করছেন স্থানীয় কৃষকেরা। প্রায় ৬০ থেকে ৭০ হেক্টর জমিতে হচ্ছে লাউ চাষ। ফসল উৎপাদনে জেলার কৃষকদের সহায়তা করার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। জমি ব্যবহারে আরো যতœবান হলে কৃষকরা স্বাবলম্বী হতে পারবে বলেও মনে করেন এই কর্মকর্তা।