ডিএমপি’র মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৯ হাজার ১১০ পিস ইয়াবা, ২৬০ গ্রাম হেরোইন, ১ কেজি ১২৫ গ্রাম গাঁজা ও ৩০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৪৩টি মামলা করা হয়েছে।
এরমধ্যে তেজগাঁও এলাকায় ২০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দু’মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিএমপি গোয়েন্দা লালবাগ বিভাগের একটি টিম।
গ্রেফতাকৃতরা হলো, মো. সৈয়দ হোসেন ওরফে সাহেদ আলী ওরফে সৈয়দ আলী (৪২) ও কামরুল ইসলাম বাবু ওরফে বাবু (২৭)। গ্রেফতারের সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয়েছে।
সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারি পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, বুধবার লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সৈয়দ হোসেনের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সূত্র : বাসস
এসএ/