বরিশালে ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৪২ পিএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৫:০০ পিএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
বরিশালে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি আবুল কালাম আজাদ কালুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
মামলার আইনজীবী অ্যাডভোকেট মো. মোখলেচুর রহমান বলেন, ‘২০১৮ সালের ১১ মার্চ নগরীর পূর্ব গণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সীমা আক্তার স্কুলের টয়লেট বন্ধ থাকায় পাশের বাড়িতে যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। ওই সময় ট্রাকের হেল্পার আবুল কালাম আজাদ কালু বাড়িতে একা থাকার সুযোগে সীমাকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ বস্তাবন্দি করে পাশের বাড়ির কবরস্থানে রেখে আসে। হত্যার দুদিন পর ১৩ মার্চ দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। ওদিন বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন সীমার মা মাহমুদা আক্তার। পুলিশ ওই বছরের ৩০ সেপ্টেম্বর কালুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।’
মামলায় ২০ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় দেন আদালত। এ সময় উপস্থিত ছিলেন সীমা আক্তারের মা-বাবা। তারা বলেন- ‘রায়ে আমরা সন্তুষ্ট, রায় কার্যকর হোক- এটা আমরা দেখে যেতে চাই।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়জুল হক ফয়েজ বলেন, ‘এতে রাষ্ট্রপক্ষ খুশি। এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে, অপরাধ করে কেউ পার পাবে না।’
এআই//এনএস/