ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২০ মে ২০১৭ শনিবার | আপডেট: ০২:১৫ পিএম, ২০ মে ২০১৭ শনিবার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ঘটনায় এবার ফাঁস হয়েছে ট্রাম্প প্রশাসনের আরো এক কর্মকর্তার যোগসাজসের খবর।
ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে এ’ খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি তদন্তে বের হয়ে এসেছে ট্রাম্পের খুব কাছের কেউ রুশ আঁতাতের সঙ্গে জড়িত। তবে, এখনও ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। এদিকে, বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রুশ কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিক বৈঠকে সাবেক এফবিআই পরিচালক জেমস কোমিকে ‘পাগল’ বলে অভিহিত করেন ট্রাম্প। একইসঙ্গে কোমিকে চাকরিচ্যুত করার মাধ্যমে ট্রাম্প চাপমুক্ত হয়েছেন বলেও উল্লেখ করা হয়। অন্যদিকে, রুশ আঁতাত নিয়ে জনসম্মুখে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন জেমস কোমি। তবে, এ’সব ঘটনার মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হয়েছেন ট্রাম্প।