টাঙ্গাইলে অটোরিক্সার চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৪ পিএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
টাঙ্গাইলের বাসাইলে সিএনজি চালিত অটোরিক্সার চাপায় মারা গেল এক মাদ্রাসার ছাত্রী। আজ দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-বাসাইল সড়কের বিয়ালা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাদ্রাসা ছাত্রীর নাম সুরাইয়া আক্তার (১০)। সে উপজেলার বিয়ালা গ্রামের সলিম ভূইয়ার মেয়ে।
বাসাইল থানার উপ পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, আজ দুপুর ১২টার দিকে উপজেলার বিয়ালা গ্রামের একটি মাদরাসার প্রথম শ্রেণীতে পড়–য়া ছাত্রী সলিম ভূইয়ার মেয়ে সুরাইয়া আক্তার ছুটি শেষে টাঙ্গাইল-বাসাইল সড়কের পাশ দিয়ে যাচ্ছিল।
এ সময় বাসাইল থেকে টাঙ্গাইলগামী সিএনজি চালিত একটি অটোরিক্সা বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অপর একটি অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে সুরাইয়ার উপর গিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় সুরাইয়াকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিক্সার অপর ৫ জন আহত হয়।
আরকে//