করোনায় আক্রান্ত আসাদুজ্জামান নূর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৭ এএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার | আপডেট: ০৯:৩৮ এএম, ৫ ডিসেম্বর ২০২০ শনিবার
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। বৃহস্পতিবার রাতে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে রিপোর্ট পান। বর্তমানে তিনি বাসাতেই আছেন।
এ খবর নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
তিনি জানান, আসাদুজ্জামান নূর রাত ৯টা পর্যন্ত জুম মিটিং করেছেন। প্রয়াত আলী যাকের স্মরণে নাগরিক শ্রাদ্ধানুষ্ঠান করার ব্যাপারে আমাদের কথা হয়েছে। মিটিং শেষে করোনা সংক্রমনের পরীক্ষার ফল হাতে আসে। তাতে পজিটিভ এসেছে। তবে তিনি ভালো আছেন।
প্রসঙ্গত, আসাদুজ্জামান নূরকে গত ১ ডিসেম্বর শাহবাগের বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে।
৭৪ বছর বয়সী আসাদুজ্জামান নূর মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি।
এসএ/