ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

লাস পালমাসের মুখোমুখি হবে দেপোর্তিভো লা করুণা

প্রকাশিত : ০২:০১ পিএম, ২০ মে ২০১৭ শনিবার | আপডেট: ০২:০৯ পিএম, ২০ মে ২০১৭ শনিবার

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রাতে চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচে লাস পালমাসের মুখোমুখি হবে দেপোর্তিভো লা করুণা।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। দেপোর্তিভোর মাঠে গিয়ে খেলবে লাস পালমাস। ৩৭ ম্যাচ শেষে ১০ জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে লাস পালমাস রয়েঠে টেবিলের ১৪ নম্বরে। সমান ম্যাচে ৭ জয়ে ৩৩ পয়েন্টে দেপোর্তিভো রয়েছে ১৭ নম্বরে। দুদলের শেষ লড়াইয়ে ১-১ ড্র হয়ে ছিলো। এই ম্যাচে ঘরের মাঠে জয় নিয়ে ঘুরে দাড়াতে চায় দেপোর্তিভো। আর নিজেদের সেরাটুকু দিয়েই মৌসুমের শেষ ম্যাচে জয় চায় লাস পালমাস।