ব্রিটেনে রাসায়নিক বহনকারী ট্যাংক বিস্ফোরণ, নিহত ৪
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪০ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে বর্জ্য পানি শোধনাগারে রাসায়নিক বহনকারী ট্যাংক বিস্ফোরণে চার জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও একজন আহত হয়েছে তবে তার অবস্থা গুরুত্বর নয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে দেশটির পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এএফপি’র।
ব্রিস্টল নগরীর উপকণ্ঠে ওয়েসেক্স ওয়াটার পরিচালিত শোধানাগারে বিস্ফোরণের পর সেখানকার পুলিশ চিফ ইন্সপেক্টর মার্ক রুনাক্রেস বলেন, ‘সেখানে চার জনের প্রাণহানি ঘটেছে।”
নিহত চারজনের মধ্যে তিনজন ওই শোধনাগারের শ্রমিক এবং একজন ঠিকাদার। বিষ্ফোরণে আরও এক ব্যক্তি আহত হয়েছেন, তবে তার অবস্থা গুরুতর নয় বলেই জানান তিনি।
এদিকে পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনার সঙ্গে সন্ত্রাসী হামলার কোনও সম্পৃক্ততা নেই। তবে বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে।
এনএস/