ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

সিটিং সার্ভিসের ভাড়া সন্ত্রাস ও অন্যান্য সমস্যা নিয়ে মতবিনিময় সভা

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২০ মে ২০১৭ শনিবার | আপডেট: ০৬:৫৬ পিএম, ২০ মে ২০১৭ শনিবার

রাজধানীতে গণপরিবহনে সিটিং সার্ভিসের নামে ভাড়া সন্ত্রাস ও অন্যান্য সমস্যা নিয়ে মতবিনিময় সভা হয়েছে।
শনিবার সকালে পুরানা পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, রাজধানীতে যানজট ও গণপরিবহন সেক্টরে বিরাজমান নৈরাজ্যকর পরিস্থিতির পেছনে সরকারের জনবান্ধব পরিকল্পনার অভাব রয়েছে। ঢাকাসহ সারাদেশে নিরাপদ সমন্বিত সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তারা। এজন্য দেশজুড়ে বিআরটিএ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাসহ ২১ দফা সুপারিশও তুলে ধরা হয় সভা থেকে।