বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গাজীপুরে মশাল মিছিল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৯ পিএম, ৫ ডিসেম্বর ২০২০ শনিবার

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মশাল মিছিল করেছে গাজীপুর মহানগর যুবলীগ।
আজ শনিবার সন্ধ্যায় জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়। এর আগে নেতাকর্মীরা জাতির জনকের ভাস্কর্য ভাঙার মতো ধৃষ্টতায় মৌলবাদীদের কড়া হুঁশিয়ারি দেন।
তারা বলেন, ভাস্কর্য ভাঙচুর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশে চলমান ভাস্কর্য বিরোধী চক্রান্তেরই অংশ। এ ঘটনাকে হালকাভাবে দেখার কোনো অবকাশ নেই। অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত ও ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
কেআই//