ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২ এএম, ৬ ডিসেম্বর ২০২০ রবিবার

নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ৩ জনের প্রাণহানি ঘটেছে।  শনিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার দয়ারিয়া-কাশিমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দয়ারিয়া-কাশিমপুর সড়কে ফাঁকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

আজ রোববার নকালে রাস্তার পাশে মরদেহসহ মোটরসাইকেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে লালপুর থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘অজ্ঞাত তিন যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

এআই//