ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সাংবাদিকদের জন্য ২ দিনব্যাপী ‘ফাস্টএইড’ প্রশিক্ষণ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ৬ ডিসেম্বর ২০২০ রবিবার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কমিউনিকেশন বিভাগের উদ্যোগে ও ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি)-এর সহযোগিতায় সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী “প্রাথমিক চিকিৎসা (ফাস্ট এইড)” বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। 

আজ রোববার সকালে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও প্রাক্তন সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মো: ফিরোজ সালাহ্ উদ্দিন।

প্রশিক্ষণে দেশের প্রথমসারির প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার স্বাস্থ্য বিট-এ কর্মরত ২৫ জন সিনিয়র সাংবাদিক (যারা বাংলাদেশ হেলথ্ রিপোটার্স ফোরাম-এর সদস্য) অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের "প্রাথমিক চিকিৎসা" সম্পর্কে ধারণা প্রদান করা এই প্রশিক্ষণ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। যা সাংবাদিকগণের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে জরুরী স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে বলে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানান। 

উল্লেখ্য, এই প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ হেলথ্ রিপোটার্স ফোরাম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব মো: রফিকুল ইসলাম, মি: জার্মান মুএউ, কমিউনিকেশন এন্ড প্রিভেনশন ম্যানেজার ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) বাংলাদেশ ডেলিগেশন, বাংলাদেশ হেলথ্ রিপোটার্স ফোরাম এর সভাপতি ও দৈনিক কালের কন্ঠের ডেপুটি চিফ রিপোর্টার তৌফিক মারুফ, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার রাশেদ রাব্বি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কমিউনিকেশন বিভাগের পরিচালক মো: বেলাল হোসেন ও সোসাইটির ট্রেনিং বিভাগের পরিচালক একরাম ইলাহী চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং প্রয়োজনীয় সবধরণের মানবিক সহায়তা প্রদান করেছে। 

তিনি বলেন, দেশে করোনাভাইরাসের প্রাদুভার্বের পর থেকে এখন পর্যন্ত রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা রাজধানীসহ সারাদেশে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে এবং কোভিড-১৯ মহামারীর প্রভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সরকারের নেতৃত্বে আমরা সবাই একযোগে কাজ করছি। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের মতই করোনা ভয়কে জয় করে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব মো: রফিকুল ইসলাম বলেন, কোভিড-১৯ মহামারীর প্রভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পাশাপাশি সাংবাদিকরাও তাদের নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে।

বাংলাদেশ হেলথ রিপোটার্স ফোরাম-এর সভাপতি ও দৈনিক কালের কন্ঠের ডেপুটি চিফ রিপোর্টার তৌফিক মারুফ বলেন, “ফাস্ট এইড” সম্পর্কে প্রতিটি মানুষের জানা প্রয়োজন। আর যেসব সাংবাদিকরা স্বাস্থ্য বিট নিয়ে কাজ করছেন তাদের অবশ্যই “ফাস্ট এইড” সম্পর্কে ধারণা থাকতে হবে। 

তিনি, কোভিড-১৯ পরিস্থিতিতে সাংবাদিকদের জন্য এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করা জন্য বাংলাদেশ হেলথ রিপোটার্স ফোরামের পক্ষ থেকে রেড  ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানান।

এনএস/