মিরসরাই বিনিয়োগের প্রাণকেন্দ্র হয়ে উঠবে ৫ বছর পর
প্রকাশিত : ০৪:৪০ পিএম, ২০ মে ২০১৭ শনিবার | আপডেট: ০৬:০৫ পিএম, ২০ মে ২০১৭ শনিবার
আগামী পাঁচ বছর পর মিরসরাই বিনিয়োগের প্রাণকেন্দ্র হয়ে উঠবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কারণে যেসব জমির মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের যথার্থ ক্ষতিপূরণ দেয়া হবে। এছাড়া এখানকার কোম্পানীগুলোতে চাকরির ক্ষেত্রেও মিরসরাইবাসীরা অগ্রাধিকার পাবেন। মন্ত্রী আরো জানান, মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলে ভারত ১ হাজার ৫৪ একর জমির জন্য চুক্তির প্রস্তাব পাঠিয়েছে। এছাড়া সৌদি আরব ও চীনসহ বেশ কয়েকটি দেশ থেকেও শিল্পকারখানা করার প্রস্তাব এসেছে।