ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

২৪ ঘন্টায় ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১ এএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার

গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। একই সময়ে নতুন করে প্রায় সোয়া ৫ লাখ মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ১৫ লাখ সাড়ে ৪১ হাজার ছাড়িয়েছে। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ৬ কোটি পৌনে ৭৪ লাখ ছাড়াল।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ৭ ডিসেম্বর, সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৬ কোটি ৭৩ লাখ ৮৫ হাজার ৫৫০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৫ লাখ ৪১ হাজার ৬৪১ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৫১২ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ৯২ লাখ ৬৪ হাজার ৩৯৭ জন করোনারোগী, যাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ১৩৯ জনের অবস্থা গুরুতর।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ১ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৫২৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। 

ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৯৬ লাখ ৭৬ হাজার ৮০১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। 

ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৬৬ লাখ ৩ হাজার ৫৪০ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। 

এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ২৪ লাখ ৬০ হাজার ৭৭০ জন ও ফ্রান্সে পঞ্চম সর্বোচ্চ ২২ লাখ ৯২ হাজার ৪৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—ইতালি (১৭ লাখ ২৮ হাজার ৮৭৮ জন), যুক্তরাজ্য (১৭ লাখ ২৩ হাজার ২৪২ জন), স্পেন (১৬ লাখ ৯৯ হাজার ১৪৫ জন), আর্জেন্টিনা (১৪ লাখ ৬৩ হাজার ১১০ জন) ও কলম্বিয়া (১৩ লাখ ৭১ হাজার ১০৩ জন)।

কোভিড-১৯ মহামারীতে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২ লাখ ৮৮ হাজার ৯০৬ জন মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে প্রাণহানি বেড়ে ১ লাখ ৭৬ হাজার ৯৬২ জনে দাঁড়িয়েছে। ভারতে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার ৫৯০ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ৯ হাজার ৭১৭ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৬১ হাজার ২৪৫ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—ইতালি (মৃত্যু ৬০ হাজার ৭৮ জন), ফ্রান্স (মৃত্যু ৫৫ হাজার ১৫৫ জন), ইরান (মৃত্যু ৫০ হাজার ৩১০ জন), স্পেন (মৃত্যু ৪৬ হাজার ২৫২ জন) ও রাশিয়া (৪৩ হাজার ১৪১ জন)।

এছাড়া আর্জেন্টিনায় ৩৯ হাজার ৭৭০ জন (১১তম), কলম্বিয়ায় ৩৭ হাজার ৮০৮ জন (১২তম), পেরুতে ৩৬ হাজার ২৭৪ জন (১৩তম), দক্ষিণ আফ্রিকায় ২২ হাজার ২০৬ জন (১৪তম), পোল্যান্ডে ২০ হাজার ৮৯ জন (১৫তম), জার্মানিতে ১৯ হাজার ১৫৯ জন (১৬তম), ইন্দোনেশিয়ায় ১৭ হাজার ৭৪০ জন (১৭তম), বেলজিয়ামে ১৭ হাজার ২৫৪ জন (১৮তম), চিলিতে ১৫ হাজার ৬২৮ জন (১৯তম) ও তুরস্কে ১৪ হাজার ৯০০ জন (২০তম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
এসএ/