ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

৪০ বছর পর নওগাঁ বিলে আসছে অতিথি পাখি (ভিডিও)

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৭ পিএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার

৪০ বছর পর চলনবিলের অংশ সিরাজগঞ্জ তাড়াশের নওগাঁ বাজার দিঘিতে আসছে অতিথি পাখিরা। পরিযায়ি এসব পাখির কলকাকলীতে মুখর পুরো এলাকা। পাখি দেখতে ভীড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।

দীর্ঘদিন পর নওগাঁ বিলে আসছে অতিথি পাখি। তাদের দেখে উচ্চসিত স্থানীয়রা। 

আসছে রাত চরা, বালিহাঁস, সাদা বকসহ অন্যান্য হাজার হাজার পাখি। অতিথি পাখি নিয়ে শিশুদের মাঝেই উৎসাহ বেশি। 

স্থানীয়রা জানান, পাখিগুলো যেন এখানে থাকে, সেই লক্ষ্যে আমরা প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি। পাখিগুলো আগে কোন সময় আসেনি, এবছরই প্রথম এখানে দেখা যাচ্ছে।

অতিথি পাখির নিরাপত্তার উপর গুরুত্ব দিয়েছেন সচেতন মহল। আর প্রাণি সম্পদ বিভাগ বলছে, গড়ে তোলা হবে পাখির অভয়াশ্রম। 

নওগাঁ জিন্দানী ডিগ্রী কলেজের প্রভাষক এস এম মনিরুজ্জামান বলেন, এখানে পাখিগুলো এসেছে সব মানুষ এসে দেখছে, কেউ ডিস্টার্ব করছে না। পাখিগুলো যদি এখানে আসে তাহলে সবাই যেন সুন্দরভাবে দেখে, কেউ যেন এগুলোকে শিকার না করে।

সিরাজগঞ্জ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আখতারুজ্জামান ভুঁইয়া বলেন, এ বছর পর্যাপ্ত পরিমাণে অতিথি পাখি আসাতে আমাদের এলাকার মানুষের ভেতর উৎসাহ, কৌতূহল সৃষ্টি হয়েছে। এদের পরিবেশটাকে যেন নষ্ট না করা হয় এ লক্ষ্যে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি। 

চোরা শিকারীদের তৎপরতা রোধের তাগিদও তাদের।
ভিডিও :

এএইচ/