ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী বেলাল হোসেন (৩৭)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ ডিসেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই দণ্ডাদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত বেলাল বেলকুচি উপজেলার মাহমুদপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৪ সালের ১৪ মে মধ্যরাতে বেলাল হোসেন তার স্ত্রী ও এনায়েতপুর থানার ফজল হকের মেয়ে বিলকিছ খাতুনকে মারধরের এক পর্যায়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় বিলকিছ খাতুনের বড় ভাই বেলাল হোসেন বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করেন। 

দীর্ঘ শুনানি শেষে আদালত মঙ্গলবার আসামি বেলাল হোসেনের উপস্থিতিতে তাকে যাবজ্জীবন করাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ প্রদান করেন। সরকারি কৌসুলি (পিপি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 
এআই/এসএ/