ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

ছত্রাকজনিত ব্লাস্ট রোগে বারো ধানের ব্যাপক ক্ষতি

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২১ মে ২০১৭ রবিবার | আপডেট: ০২:১৬ পিএম, ২১ মে ২০১৭ রবিবার

ছত্রাকজনিত ব্লাস্ট রোগে ঠাকুরগাঁও, পাবনা, জয়পুরহাট ও চুয়াডাঙ্গায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলন বিপর্যয় ও ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা কৃষক। তাদের অভিযোগ, সঠিক সময়ে কৃষি অফিস সঠিক পরামর্শ দিলে এতো ক্ষতি হতো না। তবে অভিযোগ অস্বীকার করে কৃষকদের পরামর্শ দেয়ার কথা জানিয়েছে কৃষি কর্মকর্তারা।
দূর থেকে মনে হবে পাকা ধানক্ষেত। আসলে তা নয়; ব্লাস্ট রোগে আক্রান্ত বিবর্ণ ধানগাছ।
ঠাকুরগাঁও জেলার ৬০ হাজার হেক্টর জমির অর্ধেকেরই চিত্র এমন। বেশি ক্ষতি হয়েছে সদর, বালিয়াডাঙ্গি ও রাণীশংকৈলে। ফলন বিপর্যয়ে দুশ্চিন্তায় কৃষকরা।
প্রকৃতির বিরূপ আচরণে জমিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে ছত্রাকজনিত ব্লাস্ট রোগ দেখা দিয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা।
পাবনার আটঘরিয়ায় বোরো ধানে ব্যাকটেরিয়াজনিত বিএলবি রোগে আক্রান্ত হয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। কৃষকরা জানান, এই রোগে আক্রান্ত জমিতে পাতা শুকিয়ে ধান চিটা হয়ে ফলন অর্ধেকে নেমে এসেছে।
বিএলবি ও ব্লাস্ট রোগের আক্রমণে বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় দিশেহারা জয়পুরহাটের অনেক কৃষক। বালাইনাশক ছিটিয়েও কোনো ফল না পাওয়ার অভিযোগ তাদের।
চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে অন্তত ৪০ হেক্টর জমির ধানক্ষেত। সময়মতো কৃষি কর্মকর্তাদের পরামর্শ পাননি বলে অভিযোগ কৃষকদের।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কৃষি কর্মকর্তা।