খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র
প্রকাশিত : ০২:৩০ পিএম, ২১ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৩:০৮ পিএম, ২১ মে ২০১৭ রবিবার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলটির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ঘটনা রাজনৈতিক ইতিহাসের কলংক। বিরোধী দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই এই ঘটনা। খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশিকে বেআইনি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এ ধরনের ঘটনা গনতন্ত্রের জন্য অশনি সংকেত।