টাকার অভাবে চিকিৎসা পাচ্ছে না শিশু বনমালী (ভিডিও)
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার
বনমালী সেন। বয়স মাত্র ৭ মাস। ফুটফুটে এই শিশুটির জন্ম কোমরের নীচে টিউমার নিয়ে। বয়স বাড়ার সাথে সাথে বাড়ছে টিউমারটিও। জরুরি ভিত্তিতে অপারেশন করার পরামর্শ দেন চিকিৎসক। দিনমজুর বাবার সামর্থ্য নেই চিকিৎসা করানোর। তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন।
হামাগুঁড়ি দিতে চায় ছোট্ট বনমালী, পারেনা। ওর চেয়ে যেন ওর টিউমারের ওজন বেশি।
৭ মাস বয়সী বনমালী জন্মের সময় কোমরের নীচে ছোট্ট একটি টিউমার নিয়ে জন্ম নেয়। বয়স বাড়ার সাথে সাথে সেটিও বড় হয়ে উঠছে। ফলে সোজা হয়ে ঘুমাতে পারে না। ঘুমোতে হয় বুকে ভর দিয়ে, ব্যথায় কান্নাকাটি করলে দিশেহারা হন মা।
চিকিৎসক জানান শিশুটির কষ্ট কমাতে ঢাকায় নিয়ে দ্রুত অপারেশন জরুরি। ব্যয় হতে পারে দুই লাখ টাকার মতো।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক ডা. শুভেন্দু কুমার দেবনাথ বলেন, উন্নত জায়গায় চেষ্টা করলে আশা করি ভাল হয়ে যাবে।
দিনমজুর বাবা চিকিৎসার জন্য এত টাকা কোথায় পাবেন, সেই চিন্তাতেই দিন কাটছে তার।
শিশুটির অভিভাবকরা জানান, এতো টাকা তো আমাদের কাছে নাই। কিভাবে ঢাকা বা অন্য কোথাও নিয়ে চিকিৎসা করানোর অবস্থা আমাদের নেই। বাচ্চাটি নিয়ে আনন্দে ছিলাম, এখন বাচ্চারটির যে অবস্থা তাতে সবসময় দুশ্চিন্তার মধ্যে আছি।
শিশুটির চিকিৎসার জন্য বিকাশ নম্বর: ০১৭৫১-৪৬০৬৪৮তে আর্থিক সহযোগিতা পাঠানো যাবে।
ভিডিও :
এএইচ/এসএ/