ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার | আপডেট: ০৫:৫১ পিএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার

নওগাঁয় পৃথক সড়ক দূর্ঘটনায় গত তিনদিনে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধারসহ ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ভগ্নিপতি-শ্যালোকসহ ৩ জন মোটরসাইকেল আরোহী ও দুইজন পথচারী রয়েছে।

জানা গেছে, শুক্রবার সকালে মহাদেবপুর উপজেলার খাজুরের মোড নামক স্থানে ট্রাকে চাঁপায় নিয়ামতপুর উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ্র বর্মণের ছেলে ধাম বর্মণ (৪০) নিহত হয়। এর আগে বুধবার সন্ধ্যার বলিহার সড়কের বাগানবাড়ি নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় মান্দা উপজেলার কসবা গ্রামের মৃত. মহির উদ্দীনের ছেলে হোসেন আলী(৬০) নিহত হয়।

ওইদিন রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসেড়কের সদর উপজেলার হাপানিয়া নামক স্থানে দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পরিতোষ চন্দ্র বর্মণ(৪৮) ও জয়দেব বর্মণ (৩২) নিহত হয়। নিহত দু'জন সম্পর্কে শ্যালোক-ভগ্নিপতি। নিহত পরিতোষ মহাদেবপুর উপজেলার ভিমপুর মধ্যপাড়া গ্রামের সুখেন্দ্রনাথ বর্মনের ছেলে ও জয়দেব নিয়ামতপুর উপজেলার মাদমালাহার গ্রামের মহাদেব চন্দ্রের ছেলে। 

এদিকে বৃহস্পতিবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসেড়কের মান্দার উপজেলার চেয়ারম্যানের মোড় নামক স্থানের সড়কের উপর থেকে পুলিশ অজ্ঞাতনামা (৩৫) নামে এক ব্যাক্তির ছিন্ন-বিছিন্ন লাশ উদ্ধার করে। পুলিশের ধারনা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাক তাকে পিষে দিয়ে যেতে পারে। শুক্রবার বিকেলে পর্যন্ত তার কোন পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। 

মান্দা, মহাদেবপুর ও সদর থানা পুলিশ এসব দুর্ঘটনায় নিহতের বিষয় নিশ্চিত করে জানান উল্লেখিত থানায় পৃথক মামলা দাযের হয়েছে।
কেআই//