দেশের বিভিন্ন জেলায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালন
প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২১ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৩:০১ পিএম, ২১ মে ২০১৭ রবিবার
বিএনপির গুলশান কার্যালয়ে পুলিশি অভিযানের প্রতিবাদে সাতক্ষীরা, পাবনা ও নেত্রকোণাসহ দেশের বিভিন্ন জেলায় কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
পাবনায় কর্মসূচি পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। সেসময় দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধ্বস্তি হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে নেতাকর্মীরা। সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসূচি শেষে শহরের বাধানগর এলাকা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানসহ ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এর আগে শহরে বিক্ষোভ মিছিল হয়। এছাড়া নেত্রকোণা, লক্ষ্মীপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা।