বইমেলা স্থগিত করার প্রস্তাব বাংলা একাডেমির
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫০ পিএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার | আপডেট: ১২:০৬ এএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার
করোনা মহামারীর উদ্ভূত পরিস্থিতিতে বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২১’ স্থগিত করার প্রস্তাব করেছে বাংলা একাডেমি। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।
আজ শুক্রবার হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতিতে এবারের বইমেলা না করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তাবনা পাঠিয়েছি। মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তাহলে সেটা কার্যকর হবে।
তিনি বলেন, করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে আমরা এই প্রস্তাবনা পাঠিয়েছি। বইমেলা নিয়ে বিস্তারিত আমরা আগামী রবিবার কিংবা সোমবার (১৩ বা ১৪ ডিসেম্বর) জানাতে পারবো বলে আশা করি।
তিনি আরও বলেন, মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে সেটাই কার্যকর হবে।
এসি