ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

পিএসজিকে ১-১ গোলে রুখে দিলো কাঁ

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২১ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৪:৪৭ পিএম, ২১ মে ২০১৭ রবিবার

ফ্রেঞ্চ লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বরে থাকা পিএসজিকে ১-১ গোলে রুখে দিলো কাঁ।
ঘরের মাঠে ম্যাচের প্রথমেই লিড নেয় পিএসজি। ১৩ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন ফ্রান্স মিডফিল্ডার আদ্রিয়েন রাবিয়ত। প্রথমার্ধে আর গোল না হলে ১-০ তে বিরতিতে যায় দুদল। ৭৫ মিনিটেই সমতায় ফিরতে পারতো কাঁ। পেনাল্টি থেকে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রনি রডেলিন। আর নির্ধারিত খেলার অতিরিক্ত সময়ে কাঁ’র হয়ে হার এড়ানোর গোলটি করেন ফরোয়ার্ড রনি রডেলিন। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।