ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ২১ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৪:৪৮ পিএম, ২১ মে ২০১৭ রবিবার

ত্রিদেশীয় সিরিজে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক আয়ারল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৪৫ মিনিটে।
সিরিজে এরআগেও একবার কিউদের বিপক্ষে মুখোমুখি হয়েছিলো আয়ারল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫১ রানে হেরে যায় স্বাগতিকরা। আর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের সঙ্গে ম্যাচটি বৃষ্টির কারণে পরিতক্ত হয়েছে। তৃতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হারে ৮ উইকেটে। আজ সিরিজে নিজেদের শেষ ম্যাচে কিউদের বিপক্ষে শান্তনার জয় চায় আয়ারল্যান্ড। এদিকে, দুই ম্যাচের দুটিতেই জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আর এই ম্যাচে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় কিউইরা।