নোভাক জকোভিচ ফাইনালে উঠলেন
প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২১ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৪:৪৯ পিএম, ২১ মে ২০১৭ রবিবার
ইতালিয়ান ওপেন টেনিসের ফাইনালে উঠলেন চারবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ।
সেমিফাইানালের লড়াইয়ে ডমিনিক থিয়েমকে হারিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জকোভিচ। অস্ট্রিয়ান ডমিনিক থিয়েমের বিপক্ষে জয় তুলে নেন ২-০ ব্যবধানে। প্রথম সেটে ৬-১ গেমে জয় নিয়ে এগিয়ে যান জকোভিচ। পিছিয়ে পরে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়াতে চাইলেও জকোভিচের দক্ষতার সাথে পেরে উঠেন নি থিয়েম। দ্বিতীয় সেটেও ৬-০ গেমে হেরে যান তিনি। এরই সাথে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হয় সাবেক ওয়ার্ল্ড নাম্বান সার্বিয়ান তারকার নোভাক জকোভিচের। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ২০ বছর বয়সী জার্মানির আলেকজান্ডার জেভারেভ।