ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ব্রিটিশ ঔপন্যাসিক জন ক্যারি আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার

বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক জন লে ক্যারি আর নেই। বেশ কিছু দিন অসুস্থতার পর গত শনিবার রাতে মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

লেখকের এক প্রতিনিধি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জন লে ক্যারির আসল নাম ডেভিড জন মুর কর্নওয়েল। ১৯৩১ সালের ১৯ অক্টোবর ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমের এক শহরে তিনি জন্মগ্রহণ করেন।

জন ক্যারি ‘দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড’, ‘টিঙ্কার টেলর সোলজার স্পাই’, ‘আ মোস্ট ওয়ান্টেড ম্যান’ ও ‘দ্য অনারেবল স্কুলবয়’-এর মতো জনপ্রিয় সব উপন্যাসের রচয়িতা। অনেকে তাকে ইংরেজি সাহিত্যের অবিসংবাদিত লেখক হিসেবে আখ্যায়িত করে থাকেন। যিনি গোয়েন্দা থ্রিলারকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। সাহিত্যের এই ধারাটিকে তিনি ভিন্ন মাত্রা দিয়েছিলেন।
সূত্র : বিবিসি
এসএ/