বেনাপোলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্দরনগরী যশোরের বেনাপোলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ সোস্যাল এ্যাক্টিভিস্ট ফোরামের বেনাপোল শাখার আয়োজনে স্থলবন্দরের কাগজপুকুর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পঅর্পণ, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বাংলাদেশ সোস্যাল এ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি শেখ কাজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চলনায় স্বরণ সভায় বক্তব্য রাখেন, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার, পোর্ট থানার ওসি মামুন খান, ইমিগ্রেশন ওসি আহসান হাবিব, চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহআলম, ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী, বাংলাদেশ সোস্যাল এ্যাক্টিভিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার নেতা আবুল বাশার প্রমুখ।
স্বরণ সভায় বক্তারা বলেন, এই প্রথম কোন সামাজিক সংগঠন বেনাপোলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করলো। বাঙালী জাতিকে মেধা শুণ্য করতে পাকিস্তানী হানাদার বাহিনীর দোসরা বিজয় দিবসের ঠিক আগ মুহূর্তে পূর্ব পরিকল্পতি ভাবে দেশের বুদ্ধিজীবী শিক্ষক, দার্শনিক, আইনজীবি, শিল্পী, সাংবাদিক ও চিন্তাবিদদের ধরে নিয়ে গণ হত্যা করে। তবে তাদের সেই চক্রান্ত দেশের স্বাধীনতা আর উন্নয়নের ধারাকে দমিয়ে রাখতে পারেনি। সব অপশক্তিকে মোকাবেলা করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।
কে আই//