গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বিএনপি অফিসে অভিযান
প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২১ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৬:২১ পিএম, ২১ মে ২০১৭ রবিবার
গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বিএনপি অফিসে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার রাজধানীর ধানমন্ডিতে সারাদেশের দপ্তর ও উপদপ্তর সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। সেখানে তাদের ল্যাপটপ, দলীয় গঠনতন্ত্র এবং নতুন সদস্য সংগ্রহের নির্দেশনা দেয়া হয়। এ সময় ওবায়দুল কাদের বলেন, যেসব স্থানে আওয়ামী লীগের কার্যালয় নেই সেসব জায়গায় কার্যালয় করে দেয়া হবে। নির্বাচনকে ঘিরে পরিকল্পিতভাবে দলীয় শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহবান জানান তিনি।