ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০ এএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার

২০২২ সালে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ওই বছর ৪ মার্চ বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দলের বিপক্ষে স্বাগতিক নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। সেরা আটটি দল নিয়ে ছয় শহরে ৩১ দিন ধরে হবে ৩১টি ম্যাচ।

৫ মার্চ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড হ্যামিল্টনে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। একই দিনে ডুনেডিনে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ বাছাইয়ে উত্তীর্ণ একটি দল। ২০১৭ সালের রানার্সআপ ভারত ৬ মার্চ মোকাবিলা করবে বাছাই থেকে উঠে আসা অন্য একটি দলকে।

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের সঙ্গে মূল পর্বে জায়গা পাবে তিনটি দল। ২০২১ সালের ২৬ জুন থেকে ১০ জুলাই শ্রীলঙ্কায় হবে বাছাই প্রতিযোগিতা।

বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী আটটি দল প্রত্যেকে একে অন্যের সঙ্গে খেলবে। রাউন্ড রবিন শেষে শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ৩০ মার্চ হবে প্রথম সেমিফাইনাল। পরের দিন দ্বিতীয় সেমিফাইনাল হবে ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে। ৩ এপ্রিলের ফাইনালও হবে এই ভেন্যুতে। তিনটি ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে।

পূর্ণাঙ্গ সূচি :

বে ওভাল, টাউরাঙ্গা
০৪ মার্চ (শুক্রবার) ২০২২ : নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার
০৬ মার্চ (রবিবার) ২০২২ : কোয়ালিফায়ার বনাম ভারত
০৮ মার্চ (মঙ্গলবার) ২০২২ : অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার
১১ মার্চ (শুক্র) ২০২২ : যোগ্যতা বনাম দক্ষিণ আফ্রিকা
১৪ মার্চ (সোমবার) ২০২২ : দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড
১৬ মার্চ (বুধবার) ২০২২ : ইংল্যান্ড বনাম ভারত
১৮ মার্চ (শুক্র) ২০২২ : কোয়ালিফায়ার ভি কোয়ালিফায়ার

বিশ্ববিদ্যালয় ওভাল, ডুনেডিন
০৫ মার্চ (শনিবার) ২০২২ : কোয়ালিফায়ার বনাম দক্ষিণ আফ্রিকা
০৭ মার্চ (সোমবার) ২০২২ : নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার
০৯ মার্চ (বুধবার) ২০২২ : কোয়ালিফায়ার বনাম ইংল্যান্ড

সিডন পার্ক, হ্যামিলটন
০৫ মার্চ (শনিবার) ২০২২ : অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড
১০ মার্চ (বৃহস্পতিবার) ২০২২ : নিউজিল্যান্ড বনাম ভারত
১২ মার্চ (শনিবার) ২০২২ : কোয়ালিফায়ার বনাম ভারত
১৪ মার্চ (সোমবার) ২০২২ : কোয়ালিফায়ার ভি কোয়ালিফায়ার
১৭ মার্চ (বৃহস্পতিবার) ২০২২ : নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
২১ মার্চ (সোমবার) ২০২২ : বাছাইকারী বাছাইকারী
২২ মার্চ (মঙ্গল) ২০২২ : ভারত বনাম কোয়ালিফায়ার

বেসিন রিজার্ভ, ওয়েলিংটন
১৩ মার্চ (রবিবার) ২০২২ : নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া
১৫ মার্চ (মঙ্গলবার) ২০২২ : অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার
২২ মার্চ (মঙ্গলবার) ২০২২ : দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া
২৪ মার্চ (বৃহস্পতিবার) ২০২২ : দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার
২৫ মার্চ (শুক্রবার) ২০২২ : কোয়ালিফায়ার বনাম অস্ট্রেলিয়া
২৭ মার্চ (রবিবার) ২০২২ : ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার
৩০ মার্চ (বুধবার) ২০২২ : সেমিফাইনাল-১

ইডেন পার্ক, অকল্যান্ড
১৯ মার্চ (শনিবার) ২০২২ : ভারত বনাম অস্ট্রেলিয়া
২০ মার্চ (রবিবার) ২০২২ : নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড

হ্যাগলি ওভাল, ক্রিস্টচর্চ
২৪ মার্চ (বৃহস্পতিবার) ২০২২ : ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার
২৬ মার্চ (শনিবার) ২০২২ : নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার
২৭ মার্চ (রবি) ২০২২ : ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
৩১ মার্চ (বৃহস্পতিবার) ২০২২ : সেমিফাইনাল-২
০৩ এপ্রিল (রবি) ২০২২ : ফাইনাল
এএইচ/এসএ/