ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

বিএসটিআইতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার | আপডেট: ০৯:৩৪ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস-২০২০ পালিত হয়েছে। আজ বুধবার বিজয় দিবসে তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন শেষে প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ সময় বিএসটিআই’র পরিচালকবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরকে//