ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৪১ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

মহান বিজয় দিবস উপলক্ষ্যে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গতকাল বুধবার ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস ছিল। এউপলক্ষ্যে সরকারি ছুটি থাকার কারনে হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ থাকায় বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রমসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ ছিল। 

ছুটি শেষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম শুরু হয়েছে। 

একইসাথে বন্দরের ভেতরে আমদানিকৃত পণ্যের পরিক্ষন, শুল্কায়ন, ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্য ভর্তি, পণ্য ডেলিভারী দেওয়াসহ সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।

আরকে//