ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হাসান আর নেই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৫১ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার বাসিন্দা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল হাসান ইন্তেকাল করেছেন (ইন্না---রাজিউন)।
আজ বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার মগবাজারের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি একপুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
বৃহস্পতিবার বাদ আছর নামাজা জানাযা শেষে ঢাকায় তার লাশ দাফন করা হয়েছে বলে পরিবার থেকে জানানো হয়েছে। এদিকে সাবেক অধ্যক্ষ আবুল হাসান এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নেতৃবন্দ।
প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, সহ-সভাপতি ইব্রাহিম খান শাহাদাত, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, যুগ্ম সস্পাদক রিয়াজ আহমেদ অপু, কোষাধক্ষ্য নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক এইচ. এম. সিরাজ, সাংস্কৃতিক, তথ্য আটসিটি সম্পাদক মজিবুর রহমান খান, কার্যকরী সদস্য মনির হোসেন ও ফরহাদ হোসেন পারভেজ।
এক বিবৃতিতে নেতৃবন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সংবাদপত্র প্রতিষ্ঠান রেকটোর সত্বাধিকারী মোঃ আশিকুল ইসলাম।
আরকে//