ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জব্দ করা গাড়ি রাস্তায় ফেলে রাখায় ঘটছে দুর্ঘটনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

বিভিন্ন মামলায় পুলিশের জব্দ করা গাড়ি ফেলে রাখা হয়েছে রাস্তার উপর। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল, ঘটছে দুর্ঘটনা। সিটি করপোরেশন বলছে, সড়ক থেকে গাড়ি সড়াতে ব্যবস্থা নেয়া হবে। 

গুলশান থানার উল্টো দিকে বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কের সামনে ৮৯ নম্বর সড়কের দৃশ্য এটি। দুই পাশে ফেলে রাখা হয়েছে সড়ক দূর্ঘটনাসহ বিভিন্ন মামলায় আটক গাড়িগুলো।

দুইপাশে এভাবে গাড়ি ফেলে রাখায় সড়কের এক পাশ দিয়ে কোন যানবাহন প্রবেশ করলে অন্য পাশেরটিকে দাঁড়িয়ে থাকতে হয়। বেধে যায় যানজট। বিপরীত পাশ থেকে আসা গাড়ি নজরে না পরার কারণে ঘটছে দূঘটনাও।

গুলশান বনানীর প্রধান সড়ক তো বটেই শাখা সড়কগুলোতেও রাখা হয়েছে গাড়ি। এ বিষয়ে গুলশান থানায় গেলে ক্যামেরার সামনে কোন কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

একই রকম দৃশ্য চোখে পড়ে বনানী থানার চারপাশের সড়কে।

ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে উত্তর সিটি করপোরেশন।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, জনদুর্ভোগ যাতে না পাড়ে সেই লক্ষ্যে তাদের দৃষ্টিআকর্ষণ করেছি। তাদেরকে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

তবে খোদ উত্তর সিটির নগর ভবনের সামনের রাস্তায় রাখা হয় গাড়ি।
ভিডিও :

এএইচ/এসএ/