ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ২২ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৫:২৯ পিএম, ২২ মে ২০১৭ সোমবার

সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের।
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১১২টির, আর ৪০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫৬০ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ২১ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৩৮৫ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৭৮টির, আর ২৬টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।