ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

পাখির চিকিৎসায় মেলেনি সহায়তা

মাদারীপুর প্রতিনিধির

প্রকাশিত : ০১:১১ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিল বিরল প্রজাতির একটা ঈগল পাখি। পাখিটার চিকিৎসার জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো সহায়তা মেলেনি। পরে এ বিষয়ে সংবাদ করতে গেলে এগিয়ে আসে রাজৈর উপজেলা বনবিভাগ।

রক্তাত্ব অবস্থায় লাউয়ের মাচায় পড়ে ছিলো বিরল প্রজাতির এই ঈগল। পরে পাখিটাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় নয়াকান্দি গ্রামের রহিম শেখ ও অহিদুল শেখ। তবে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও কেউ চিকিৎসার ব্যবস্থা নেয়নি।

উদ্ধারকারী রহিম শেখ ও অহিদুল শেখ জানান, পাখিটি ধরার পরে আমি ৯৯৯ নম্বরে ফোন দিলে তারা কিছু নম্বর দেয়। ওই নম্বরগুলোতে যোগাযোগ করা হলে তারা বিষয়টিকে গুরুত্ব দিলো না।

এলাকাবাসীরা জানান, চিড়িয়াখানায় এরকম পাখি দেখেছি কিন্তু লোকালয়ে এগুলো দেখা যায় না। পাখিটির অনেক বড় ডানা, এরকম পাখি দেখতে অনেক সুন্দরই লাগে। পাখিটি আহত অবস্থায় পড়ে আছে, তার চিকিৎসা করা প্রয়োজন।

এদিকে, সংবাদ কর্মীদের তৎপরতায় ঈগলটির চিকিৎসার দায়িত্ব নেয় রাজৈর উপজেলা বনবিভাগ। 

মাদারীপুর বন বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট অমল ওঝা বলেন, পাখিটি সম্পর্কে রিপোর্ট করা হলে খুলনা বনপ্রাণী ইউনিট থেকে পাখিটিকে নেয়ার জন্য আসছে। তারা পাখিটিকে দেখে চিকিৎসা দিবেন।

পাখি সংরক্ষণ ও আহত পাখিদের চিকিৎসায় জেলা-উপজেলা পর্যায়ে পর্যাপ্ত ব্যবস্থা রাখার দাবি স্থানীয়দের। 

ভিডিও-

এএইচ/